প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদলপুর গ্রামে চৌধুরী বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আলহাজ নুরুল আলম চৌধুরী ও মাতার নাম মরহুমা খালেদা বেগম। তিনি চতুর্দশ বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৯৩ সালে ইসলামি শিক্ষার প্রভাষক হিসেবে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সময়ে সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম, বাংলাদেশ মিলিটারি একাডেমি,মাদ্রাসা-ই-আলিয়া,ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম এ অধ্যাপনা করেন। অধ্যক্ষ হিসেবে পদায়নের পূর্বে তিনি চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন।